প্রতিষ্ঠানের ইনডেক্স নম্বর-৩০০৫১০১২০২।
প্রতিষ্ঠান স্থাপনের তারিখ-১৯৯৪ইং। প্রতিষ্ঠানটি নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর,
ইউনিয়নের ৫নং ওয়ার্ডে ওয়ায়েস করনী আদর্শনগরে অবস্থিত।
নারায়নগঞ্জ সদর উপজেলার অন্তর্গত কুতুবপুর, ইউনিয়নের উত্তর পার্শ্বে ঢাকার প্রাণ কেন্দ্র মা ও শিশু স্বাস্থ্য ইনষ্টিউট এর দক্ষিন পার্শ্বে ওয়ায়েসকরনী আদর্শ নগর এলাকায় অবস্থিত। ঢাকা শহরের জনসংখ্যা যখন দ্রুততার সাথে বৃদ্ধি পাচ্ছে, নিম্ন আয়ের মানুষগুলি যখন ঢাকা শহরে বসবাসের করার কথা চিন্তায় দিশে হারা, তখন ঢাকা শহর থেকে ছুটে আসা স্বল্প ও নিন্ম আয়ের মানুষ বসবাসের জন্য অত্র এলাকায় আবাসিক বাসস্থান গড়ে তুলে। পর্যায়ক্রমে এক এক করে গড়ে তুলা আবাসিক বাসস্থান হাজারে উপনিত হয়। অনৈতিক দৈন্যতার কারনে কোনরকমে আবাসিক বাসস্থান গড়ে তুলে ছেলে-মেয়েদের লেখাপড়া নিয়ে এলাকাবাসী দিশেহারা হয়েপড়ে। ছোটছোট মেয়েদেরকে নিয়ে লেখাপড়ার জন্য ৫/৭ মাইল দূরে শিক্ষা প্রতিষ্ঠানের কথা ভাবতে হয় অভিভাবকদের। শুধু তাই নয় চলাচলের জন্য কোন ভাল রাস্তা গড়ে উঠেনি। নেই কোন যানবাহন তার পরেও এই ছোট ছোট ছেলে-মেয়েদেরকে নিয়ে শিক্ষার জন্য শিক্ষাঙ্গনের দার পর্যন্ত পৌছাতে যেতে হত যাত্রাবাড়ী অথবা মাতুয়াইলে। সাধারন মানুষের দিকে চেয়ে মায়েরা তাদের সন্তানদের নিয়ে কর্দমাক্ত রাস্তা পেরিয়ে স্কুলের যাওয়ার কষ্ট সর্বপরি কমোলমতি শিশুরা যাতে ভাল লেখা পড়া করতে পারে তাদের কথা বিবেচনা করে ১৯৯৪ইং সালে অত্র এলাকায় সমাজসেবী, মানবদরদি, দানবীর, সাদামনের মানুষ হাজী মোঃ আহসান উদ্দিন এর সাথে অত্র এলাকার সাধারন মানুষের সহযোগীতায় তিল তিল করে গড়ে তোলে একটি প্রতিষ্টান। যার পরবর্তি রূপকারক হয়ে দাড়ায় যথাযথ সরকারি কর্তৃপক্ষ। সেই প্রতিষ্ঠানটির বর্তমান নাম আহসান উদ্দিন উচ্চ বিদ্যালয়। প্রতিষ্ঠাতার নামঃ হাজী মোঃ আহসান উদ্দিন।
ক্রমিক | সদস্যদের নাম | পদবি | মোবাইল নং | কমিটিগঠনের তারিখ | মেয়াদ শেষ হওয়ার তারিখ |
১ | হাজী মোঃ আহসান উদ্দিন | সভাপতি | ০১৭৩২৯৬৬৪৫০ | ০৮/০৯/১২ | ০৭/০৯/১৪ |
২ | মোঃ হুমায়ুন কবীর | শিক্ষক প্রতিনিধি | ০১৯১৪৯২২০৯১ | ০৮/০৯/১২ | ০৭/০৯/১৪ |
৩ | মোঃ আরিফ হোসেন আল মামুন | শিক্ষক প্রতিনিধি | ০১৬৭৭৪৯৮৫৯১ | ০৮/০৯/১২ | ০৭/০৯/১৪ |
৪ | মোসাঃ তাসমিনা আক্তার | মহিলা শিক্ষক প্রতিনিধি | ০১৮১৩৬০২৯৫৩ | ০৮/০৯/১২ | ০৭/০৯/১৪ |
৫ | মোঃ মজিবুর রহমান মিয়াজি | অভিভাবক সদস্য | ০১৭১৪১৮৪৮৪৫ | ০৮/০৯/১২ | ০৭/০৯/১৪ |
৬ | মোঃ আফজাল হোসেন ঢালী | অভিভাবক সদস্য | ০১৯৩৯৫৯৯৭১২ | ০৮/০৯/১২ | ০৭/০৯/১৪ |
৭ | এন এম মহিউদ্দিন | অভিভাবক সদস্য | ০১৮১৯২১৭৮৯১ | ০৮/০৯/১২ | ০৭/০৯/১৪ |
৮ | মোঃ জয়নাল আবেদীন | অভিভাবক সদস্য | ০১৭২৬১৩২৪১৪ | ০৮/০৯/১২ | ০৭/০৯/১৪ |
৯ | মোসাঃ দিপা আক্তার | সংরক্ষিত মহিলা সদস্য | ০১৯৪৮৫৬৫০৫১ | ০৮/০৯/১২ | ০৭/০৯/১৪ |
১০ | আহসান উদ্দিন | প্রতিষ্ঠাতা | ০১৭৩২৯৬৬৪৫০ | ০৮/০৯/১২ | ০৭/০৯/১৪ |
১১ | আঃ বারেক গাজী | দাতা সদস্য | ০১৭১৫১৯২৬২৭ | ০৮/০৯/১২ | ০৭/০৯/১৪ |
১২ | হাজী মোঃ জয়নাল আবেদীন | কো-অপ্ট সদস্য | ০১৭১৫১১৯৬৮১ | ০৮/০৯/১২ | ০৭/০৯/১৪ |
১৩ | মোঃ আঃ হাই | সদস্য সচিব | ০১৮১২২৮৯৬০০ | ০৮/০৯/১২ | ০৭/০৯/১৪ |
সাল | পঞ্চম সমাপনী | JSC | SSC | |||
মোট শিক্ষার্থী | কৃতকার্য | মোট শিক্ষার্থী | কৃতকার্য | মোট শিক্ষার্থী | কৃতকার্য | |
২০০৯ | ৪৪ | ২৭ | - | - | ০৮ | ০৭ |
২০১০ | ৭৭ | ৬২ | ৬০ | ৫২ | ২৯ | ২৬ |
২০১১ | ৬৪ | ৬১ | ১০৮ | ৯৭ | ৫৪ | ৪২ |
২০১২ | ৬৫ | ৬৫ | ১১৮ | ১১০ | ৬০ | ৫৯ |
২০১৩ | - | - | - | - | ৬১ | ৫৫ |
১। মানবিক শাখা
২। বিজ্ঞান শাখা
৩। ব্যবসায় শিক্ষা শাখা
৪। কৃষি শিক্ষা শাখা
৫। কম্পিউটার শাখা
১। ২০১২ সালে এস এস সি পরীক্ষায় শতকরা পাশের হার হিসাবে নারায়নগঞ্জ সদরের মধ্যে প্রথম স্থান অধিকার করে।
২। ২০১৩ সালে এস এস সি পরীক্ষায় শতকরা হিসাবে নারায়নগঞ্জ শতকরা পাশের হার হিসাবে নারায়ণগঞ্জ সদরের মধ্যে চতুর্থ স্থান অধিকার করে।
৩। ২০১৩ সালে এস এস সি পরীক্ষায় ৬ জন A+ প্রাপ্ত।
৪। ২০১২ সালে জে.এস.সি পরীক্ষায় ২ জন বৃত্তি প্রাপ্ত এবং ১জন A+ প্রাপ্ত।
শিক্ষার মান উন্নয়ন কল্পে ডিজিটাল পদ্ধতিতে পাঠদান, উচ্চতর শিক্ষার জন্য বিদ্যালয়টিকে কলেজে উন্নিত করা, পূর্ণাঙ্গ এমপিও ভূক্ত সহ ভৌতকাঠামো ব্যাপক উন্নয়ন করা।
যোগাযোগঃ ০১৮১২২৮৯৬০০
মেধাবী ছাত্রবৃন্দঃ বিদ্যালয়ের মূল লক্ষ হলো মেধাবী শিক্ষার্থী তৈরী করা। সকল শ্রেণীতেই মেধাবী শিক্ষার্থী আছে। তাদের ফলাফল ভাল করার জন্য বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে সনদ ও পুরস্কার বিতরন করে থাকি। মেধাবী শিক্ষার্থীদের বিনা বেতনে পড়ার সুযোগ দিয়ে থাকি। মেধাবী শিক্ষার্থীর অভিভাকদের উৎসাহিত করার জন্য ধন্যবাদ পত্র প্রদান করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস