বিদ্যালয়টি ১৯৮৩ সালে স্থাপিত হয়। বিদ্যালয়ের সামনে বাজর ও রাস্তা। বিদ্যালয়টিতে ২টি পাকা ভবন ও ১২টি কক্ষ রয়েছে।
বিদ্যালয়টি ১৯৮৩ সালে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন নিশ্চিন্তপুর (শাহী মহল্লা) স্থাপিত হয়। ১৯৯০ সাতে এমপিও ভূক্ত হয় এবং ২০১৩ সালে জাতীয়করনের আওতাভূক্ত হয়।
সরকারি বিধি মোতাবেক ১০ (দশ) সদস্য বিশিষ্ট পরিচালনা কমিটি বিদ্যমান।
সাল | পাশের হার | মন্তব্য |
২০০৮ | ৪২% |
|
২০০৯ | ৯৬% |
|
২০১০ | ৯২% |
|
২০১১ | ৯৮% |
|
২০১২ | ৯২% |
|
১। বিনামূল্যে সরকারি বই বিতরণ।
২। সরকারি বিধি মোতাবেক উপবৃত্তি প্রদান।
৩। পাশের হার বৃদ্ধি এবং
৪। ঝড়ে পড়া কমে গেছে।
১। শতভাগ ছাত্র/ছাত্রী ভর্তি নিশ্চিতকরণ।
২। শিক্ষক-শিশুবান্ধব পরিবেশ সৃষ্টি করা।
৩। শতভাগ পাশ নিশ্চিতকরণ।
সড়ক পথ।
শিফাত পাটোয়ারী, ২০১২- এ+
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস