Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

হাজী মিছির আলী বিশ্ববিদ্যালয় কলেজ

  • সংক্ষিপ্ত বর্ণনা
  • প্রতিষ্ঠাকাল
  • ইতিহাস
  • প্রধান শিক্ষক/ অধ্যক্ষ
  • অন্যান্য শিক্ষকদের তালিকা
  • ছাত্র-ছাত্রীর সংখ্যা (শ্রেণীভিত্তিক)
  • পাশের হার
  • বর্তমান পরিচালনা কমিটির তথ্য
  • বিগত ৫ বছরের সমাপনী/পাবলিক পরীক্ষার ফলাফল
  • শিক্ষাবৃত্ত তথ্যসমুহ
  • অর্জন
  • ভবিষৎ পরিকল্পনা
  • ফটোগ্যালারী
  • যোগাযোগ
  • মেধাবী ছাত্রবৃন্দ

সংক্ষিপ্ত বর্ণনা

হাজী মিছির আলী ডিগ্রী কলেজ, নারায়ণগঞ্জ জেলার ফতুলস্না থানায় একমাত্র বেসরকারি উচ্চ শিÿা প্রতিষ্ঠান কলেজটিতে উচ্চ মাধ্যমিক পর্যায়ে মানবিক, বিজ্ঞান এবং ব্যবসায় শিÿা শাখা চালু আছে। কলেজটিতে শেণ্রী কÿ এবং অন্যান্য সুবিধাদি শিÿা প্রকৌশল অধিদপ্তর ২টি পাকা দ্বিতল ভবন তৈরি করা হয়। ইহা ছাড়া কলেজ কর্তৃপÿ অভ্যমত্মরীণ ভাবে  ১টি আধাপাকা ভবন নির্মাণ করে।  ডিগ্রী পর্যায়ে বি.এ, বি.এস.এস এবং বি.বি.এস ডিগ্রী (পাস)  কোর্সে ২০০২ ইং সন থেকে চালু করা হয়েছে। ২০১০ ইং এ কলেজটি ডিগ্রী পর্যায়ে কলেজটি এম.পি.ও ভূক্ত হয়। ২০১৩ ইং সনে কলেজটিতে ব্যবস্থাপনা এবং হিসাববিজ্ঞান বিষয়ে ডিগ্রী অনার্স কোর্সে চালু করার অনুমতি লাভ করে। উচ্চ মাধ্যমিক এবং ডিগ্রী পর্যায়ে অত্র কলেজের চুড়ামত্ম পরীÿার ফলাফল অত্যমত্ম সমেত্মাষজনক। অত্র কলেজ থেকে পাশ করা ছাত্র-ছাত্রীরা সরকারি-বেসরকারি বিভিন্ন মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ/বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তি হওয়ার সুযোগ লাভ করছে। সহশিÿা কার্যক্রম ও খোলাধুলা কার্যক্রমে উপজেলা, জেলা ও আঞ্চলিক পর্যায়ে ও অংশগ্রহণ করেও যথেষ্ট কৃতজ্ঞ বহণ করে আনছে। জাতীয় শিÿা সপ্তাহে ২০০২ ইং এ কলেজটি নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ পুরম্নস্কার লাভ করে। জাতীয় শিÿা সপ্তাহে ২০০৩ ইং এ অত্র কলেজে গণিত বিষয় এর শিÿক জনাব মিহির কামিত্ম বর্দ্ধন শ্রেষ্ঠ কলেজ শিÿকের পুরম্নস্কার লাভ করেন এবং একই সনে অত্র কলেজের অধ্যÿ জনাব হাজী মোঃ হুমায়ূন কবীর বেপারী সাহেব নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ অধ্যÿÿর পুরম্নস্কার লাভ করেন।