হাজী মিছির আলী ডিগ্রী কলেজ, নারায়ণগঞ্জ জেলার ফতুলস্না থানায় একমাত্র বেসরকারি উচ্চ শিÿা প্রতিষ্ঠান কলেজটিতে উচ্চ মাধ্যমিক পর্যায়ে মানবিক, বিজ্ঞান এবং ব্যবসায় শিÿা শাখা চালু আছে। কলেজটিতে শেণ্রী কÿ এবং অন্যান্য সুবিধাদি শিÿা প্রকৌশল অধিদপ্তর ২টি পাকা দ্বিতল ভবন তৈরি করা হয়। ইহা ছাড়া কলেজ কর্তৃপÿ অভ্যমত্মরীণ ভাবে ১টি আধাপাকা ভবন নির্মাণ করে। ডিগ্রী পর্যায়ে বি.এ, বি.এস.এস এবং বি.বি.এস ডিগ্রী (পাস) কোর্সে ২০০২ ইং সন থেকে চালু করা হয়েছে। ২০১০ ইং এ কলেজটি ডিগ্রী পর্যায়ে কলেজটি এম.পি.ও ভূক্ত হয়। ২০১৩ ইং সনে কলেজটিতে ব্যবস্থাপনা এবং হিসাববিজ্ঞান বিষয়ে ডিগ্রী অনার্স কোর্সে চালু করার অনুমতি লাভ করে। উচ্চ মাধ্যমিক এবং ডিগ্রী পর্যায়ে অত্র কলেজের চুড়ামত্ম পরীÿার ফলাফল অত্যমত্ম সমেত্মাষজনক। অত্র কলেজ থেকে পাশ করা ছাত্র-ছাত্রীরা সরকারি-বেসরকারি বিভিন্ন মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ/বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তি হওয়ার সুযোগ লাভ করছে। সহশিÿা কার্যক্রম ও খোলাধুলা কার্যক্রমে উপজেলা, জেলা ও আঞ্চলিক পর্যায়ে ও অংশগ্রহণ করেও যথেষ্ট কৃতজ্ঞ বহণ করে আনছে। জাতীয় শিÿা সপ্তাহে ২০০২ ইং এ কলেজটি নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ পুরম্নস্কার লাভ করে। জাতীয় শিÿা সপ্তাহে ২০০৩ ইং এ অত্র কলেজে গণিত বিষয় এর শিÿক জনাব মিহির কামিত্ম বর্দ্ধন শ্রেষ্ঠ কলেজ শিÿকের পুরম্নস্কার লাভ করেন এবং একই সনে অত্র কলেজের অধ্যÿ জনাব হাজী মোঃ হুমায়ূন কবীর বেপারী সাহেব নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ অধ্যÿÿর পুরম্নস্কার লাভ করেন।
হাজী মিছির আলী ডিগ্রী কলেজ নারায়ণগঞ্জ জেলার সুখ্যাতি সম্পন্ন অন্যতম ঐতিহ্যবাহী কলেজ। কলেজটি ফতুলস্না থানার একমাত্র উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান। কলেজটি দেলপাড়া গ্রামে অবস্থিত। ১৯৯৪ ইং সনে দেলপাড়া গ্রামের দানবীর হাজী মোঃ আমির আলী সাহেব দেশ সেবায় উদ্বুদ্ধ হয়ে আবেগপূর্ণ আগ্রহের ফলে এলাকার দরিদ্র এবং দুর্দশাগ্রস্থ জনগণের উচ্চ শিক্ষা গ্রহণের সুযোগদানে বিশেষ করে নারী শিক্ষা প্রসারের লক্ষ্যে তাঁরই পিতার নামে কলেজটি প্রতিষ্ঠা করেন। শিক্ষা উন্নয়নে তাঁর আমত্মরিকতার ফলে স্বদেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে চিমত্মা করেন যে, শিক্ষিত জনগণ বিশেষ করে শিক্ষিত নারী সমাজ কর্তব্যপরায়ণ কার্যাদি সম্পাদনে সক্ষমতা প্রদর্শন, আমত্মরিকতা এবং আইনের প্রতি শ্রদ্ধা রেখে সমাজ উন্নয়নে বিশেষ অবদান রাখেন। পাশাপাশি ছাত্র-ছাত্রীগণ তাদের অনুভূতি, চিমত্মা, সমাজ উন্নয়নে পরিকল্পনা এবং গঠনমূলক ক্ষমতা প্রকাশ করে থাকে। যেহেতু শিক্ষা জীবনই হচ্ছে শিক্ষার্থীদের জীবন গঠনে বীজ বপনের সময়। তাই শিক্ষা জীবনে পাঠ্যপুসত্মক অধ্যয়নের পাশাপাশি কিছু সাধারণ নিয়ম নীতি বিশেষ ভাবে আচরণগত বিষয় মেনে চলার জন্য নিজকে তৈরি করে গড়ে তোলাই হাজী মোঃ আমির আলী সাহেবের মূল উদ্দেশ্য। মানুষ সামাজিক জীব। আর শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে মানুষ তৈরির কারখানা। অত্র কলেজে শিক্ষার পরিবেশ অত্যমত্ম চমৎকার। কলেজটি একটি অরাজনৈতিক এবং সন্ত্রাস মুক্ত উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান। বিগত বছর গুলোতে উচ্চ মাধ্যমিক এবং ডিগ্রীর চূড়ামত্ম পরীক্ষার ফলাফল অত্যমত্ম সমেত্মাজনক। ২০০২ ইং সালে জাতীয় শিক্ষা সপ্তাহে অত্র কলেজ নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ কলেজের পুরস্কার লাভ করে। ২০০৩ ইং সনে জাতীয় শিক্ষা সপ্তাহে অত্র কলেজের অধ্যক্ষ জনাব হাজী মোঃ হুমায়ূন কবীর বেপারী সাহেব নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষের পুরস্কার লাভ করেন। পরিশেষে আমাদের কলেজের চর্তুমুখী সুখ্যাতির জন্য আমরা গর্বিত।
ক্রমিক নং | সম্মানিত সদস্যবৃন্দের নাম | পদবী |
০১ | জনাব সারাহ্ বেগম কবরী মাননীয় জাতীয় সংসদ সদস্য, নারায়ণগঞ্জ-০৪। | সভাপতি (ভাইস-চ্যান্সেলর কর্তৃক মনোনীত) |
০২ | জনাব হাজী মোঃ আবু তাহের দাতা, হাজী মিছির আলী ডিগ্রী কলেজ । | বিদ্যোৎসাহী সদস্য (ভাইস-চ্যান্সেলর কর্তৃক মনোনীত) |
০৩ | জনাব আলহাজ্ব মোঃ মনিরম্নল আলম সেন্টু প্রতিষ্ঠাতা সদস্য, হাজী মিছির আলী ডিগ্রী কলেজ ও চেয়ারম্যান, কুতুবপুর ইউনিয়ন পরিষদ। | সদস্য (প্রতিষ্ঠাতা, দাতা এবং হিতৈষীদের মধ্যে থেকে সভাপতি কর্তৃক মনোনীত) |
০৪ | জনাব প্রশামত্ম কুমার দাস সহকারী অধ্যাপক, হিসাববিজ্ঞান বিভাগ। | শিক্ষক প্রতিনিধি (শিÿকদের প্রত্যÿ ভোটের মাধ্যমে নির্বাচিত) |
০৫ | জনাব হাজী মোঃ হুমায়ূন কবীর বেপারী অধ্যক্ষ, হাজী মিছির আলী ডিগ্রী কলেজ। | সদস্য সচিব (পদাধিকার বলে) |
সাল | মোট পরীক্ষার্থী | মোট পাশ | পাশের হার | মমত্মব্য | |||
উচ্চ মাধ্যমিক | ডিগ্রী | উচ্চ মাধ্যমিক | ডিগ্রী | উচ্চ মাধ্যমিক | ডিগ্রী |
| |
২০০৯ | ২২৮ | ২৪ | ১৭৮ | ১৪ | ৭৮.০৭% | ৫৮.৩৩% |
|
২০১০ | ২৭৭ | ১৫ | ২০৭ | ১৩ | ৭৪.৪২% | ৮৬.৬৭% |
|
২০১১ | ২৮৮ | ২৮ | ২৪৭ | ২৫ | ৮৫.৭৬% | ৮৯.২৮% |
|
২০১২ | ৩৩৮ | - | ২৪২ | - | ৭১.৫৯% | - |
|
২০১৩ | ৪৬৬ | - | ৩৫৮ | - | ৭৬.৮২% | - |
|
সরকারি মেধাবৃত্তি , সংখ্যালঘু বৃত্তি, প্রতিবন্ধী বৃত্তি, জেলা পরিষদ বৃত্তি।
সরকারি মেধাবৃত্তি ১০ জন , সংখ্যালঘু বৃত্তি ০২ জন, প্রতিবন্ধী বৃত্তি ০১ জন, জেলা পরিষদ বৃত্তি ৪১ জন।
কলেজটি নারায়ণগঞ্জ জেলাসহ দেশের অন্যান্য উন্নত শিÿা প্রতিষ্ঠানের সমপর্যায়ে পৌছার দীর্ঘ মেয়াদী পরিকল্পনাধীন আছে। কলেজটিতে বর্তমানে ডিগ্রী (পাস) কোর্সে বি.এ, বি.এস.এস, বি.বি.এস এবং ডিগ্রী অনার্স কোর্সে ব্যবস্থাপনা ও হিসাববিজ্ঞান বিষয় চালু আছে। পর্যায়ক্রমে বি.এসসি পাস কোর্স এবং বাংলা, ইংরেজি, রাষ্ট্রবিজ্ঞান,সমাজকর্ম, মাকের্টিং সহ অন্যান্য বিষয়ে অনার্স কোর্স ও মাস্টার্স কোর্স চালু করার পরিকল্পনা আছে।
নারায়ণগঞ্জ জেলা সদর থেকে নারায়ণগঞ্জ-ঢাকা লিংক রোড, নারায়ণগঞ্জ পাগলা ঢাকা লিংক রোড হয়ে কলেজে পেঁŠছা যায়। আবার ঢাকা সাইন বোর্ড নারায়ণগঞ্জ লিংক রোড এবং ঢাকা যাত্রাবাড়ী পাগলা মহাসড়ক এর মাধ্যমে খুব সহজেই কলেজে পেঁŠছা যায়।
৩৪ জন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস