সংক্ষিপ্ত বর্ণনা : ঢাকা-নারায়ণগঞ্জ রেল-লাইন সংলগ্ন, নয়ামাটি, কুতুবপুর, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
১৯৩৯ সালে স্থাপিত, ১৯৭৩ সালে জাতীয় করণ
বতর্মানে বিদ্যালয়টি এ গ্রেডভূক্ত।
বর্তমান পরিচালনা কমিটির তথ্য : সরকারি বিধি মোতাবেক ১০ সদস্য বিশিষ্ট কমিটি :
১। সভাপতি: নান্টু লাল মজুমদার
২। সহ-সভাপতি: মোঃ হেলাল উদ্দিন
৩। সদস্য সচিব: মোঃ জালাল উদ্দীন সিকদার
৪। অভিভাবক সদস্য: মোঃ আক্তারুজ্জামান
৫। উচ্চ বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি: মোঃ মশিউর রহমান
৬। শিক্ষানুরাগী মহিলা : মমতাজ বেগম
৭। অভিভাবক সদস্য : রিনা আক্তার
৮। অভিভাবক সদস্য : লাইজু রহমান
৯। অভিভাবক সদস্য : আনোয়ারা বেগম
১০। শিক্ষক প্রতিনিধি : সালেহা বেগম
শিক্ষাবর্ষ | পরীক্ষার নাম | মোট পরিক্ষার্থী | পাশের সংখ্যা | পাশের হার | বৃত্তিপ্রাপ্ত |
২০০৮ | প্রাথমিক সমাপনী পরীক্ষা | ৩৭০ | ৩৬০ | ৯৭% | ১৪ |
২০০৯ | প্রাথমিক সমাপনী পরীক্ষা | ৩১৬ | ২৯২ | ৯২% | ১০ |
২০১০ | প্রাথমিক সমাপনী পরীক্ষা | ২৯৯ | ২৫৯ | ৮৭% | ১৩ |
২০১১ | প্রাথমিক সমাপনী পরীক্ষা | ৪৫০ | ৪৫০ | ১০০% | ১৫ |
২০১২ | প্রাথমিক সমাপনী পরীক্ষা | ৪৬৩ | ৪৬৩ | ১০০% | ১০ |
ভাল ফলাফলের জন্য ম্যাটানিকেল বোর্ড ৩টি, পিয়ানো, ১ সেট ল্যাপটপ ও প্রজেক্টর।
প্রজেক্টর সহ প্রতি শ্রেণীকক্ষে মাল্টিমিডিয়া পদ্ধতিতে পাঠদান, হোয়াইট বোর্ড ব্যবহার।
সড়ক ও রেলপথ।
মেধাবী ছাত্র-ছাত্রী বৃন্দ:
১। শাহরিয়ার আরাফাত চকম : ২০১০ সালের প্রাথমিক সমাপনী পরীক্ষায় নারায়ণগঞ্জ জেলারমধ্যে প্রথম স্থান অর্জন করেছে।
২। সাবিকুন নাহার ঐশী : ২০১০ সালের প্রাথমিক সমাপনী পরীক্ষায় নারায়ণগঞ্জ জেলার মেয়েদের মধ্যে তৃতীয় স্থান অর্জন করেছে।
৩। জান্নাতুল মাওয়া : ২০১১ইং সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় নারায়ণগঞ্জ জেলায় মেয়েদের মধ্যে তৃতীয় স্থান অর্জন করেছে।
৪। ফারাবী আজম খান : ২০১২ইং সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় নারায়ণগঞ্জ জেলায় তৃতীয় স্থান অর্জন করেছে।
৫। নাহিদা আহম্মেদ শিলা : ২০১২ইং সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় নারায়ণগঞ্জ জেলায় মেয়েদের মধ্যে চতুর্থ স্থান অর্জন করেছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস