দেলপাড়া উচ্চ বিদ্যালয়টি নারায়ণগঞ্জ জেলার ফতুললা থানাধীন কুতুবপুর ইউনিয়নের দেলপাড়া গ্রামে অবস্থিত। ইহা পাগলা - জালকুড়ি রাসত্মার ডান পার্শ্বে অবস্থিত। বর্তমানে বিদ্যালয়টিতে সাধারণ শাখায় ২১১৮ জন এবং কারিগরী শাখায় ১০৪ জন ছাত্র ছাত্রী অধ্যয়নরত। বিদ্যালয়টিতে মোট শিক্ষক শিক্ষিকা ৪২ জন। তন্মধ্যে সাধারণ শাখায় ৩৪ জন এবং কারিগরী শাখায় ০৮ জন কর্মরত আছেন।
ঐতিহ্যবাহী দেলপাড়া উচ্চ বিদ্যালয়টি ১০-০১-১৯৬০ খ্রিস্টাব্দে স্থানীয় ১০ (দশ) জন বিদ্যানুরাগীর ঐকামিত্মক প্রচেষ্টায় স্থাপিত হয়। প্রতিষ্ঠাকালীন সময়ে বর্তমান ঢাকা - নারায়ণগঞ্জ LINK ROAD- এর সন্নিকটে অবস্থিত খোদাইবাড়ীর তৎকালীন দেলপাড়া প্রাথমিক বিদ্যালয়ে প্রসত্মাবিত বিদ্যালয়টির ৬ষ্ঠ ও ৭ম শ্রেণির আনুষ্ঠানিক শ্রেণি কার্যক্রম শুরম্ন হয়। পরবর্তীতে দেলপাড়া প্রাথমিক বিদ্যালয়টি বর্তমান স্থানে স্থানামত্মরিত হওয়ার সাথে সাথে দেলপাড়া উচ্চ বিদ্যালয়টিও বর্তমান স্থানে স্থানামত্মরিত হয়। বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করেন মরহুম জনাব আফিরম্নদ্দিন মিয়া। তিনি ১৯৬৭ খ্রিস্টাব্দ পর্যসত্ম দায়িত্ব পালন করেন। বিদ্যালয়টি ১৯৭৩ খ্রিস্টাব্দে জুনিয়র হিসাবে স্বীকৃতি লাভ করে। ১৯৭৭ খ্রিস্টাব্দে বিদ্যালয়টি মাধ্যমিক হিসেবে স্বীকৃতি পায়। ১৯৯৯ খ্রিস্টাব্দে অত্র বিদ্যালয় হইতে ০৬ জন পরীক্ষার্থী এস এস সি পরীক্ষায় প্রথম অংশগ্রহণ করে। তন্মধ্যে ০৩ জন পরীক্ষার্থী এস এস সি পরীক্ষায় পাশ করে। বিগত ২০০০ খ্রিস্টাব্দে স্থানীয় এলাকাবাসীর চাহিদার পরিপ্রেক্ষিতে দেলপাড়া উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অধীন ড্রেস মেকিং এন্ড টেইলারিং এবং জেনারেল ইলেকট্রনিক্স নামে দুইটি ট্রেড চালু হয়।
অনুমোদনের পর কমিটির প্রথম সভার তারিখঃ২৭/০৪/২০১৩ খ্রিস্টাব্দ
কমিটির মেয়াদ উর্ত্তীণের তারিখঃ২৬/০৪/২০১৫ খ্রিস্টাব্দ
বর্তমান কমিটিঃ
১। মোঃ মোতালেব মিঞা ঃ সভাপতি
২। অর্জুন চন্দ্র ঘোষ ঃ শিক্ষক প্রতিনিধি
৩। মোঃ শাহ আলম ঃ শিক্ষক প্রতিনিধি
৪। গুলশান আখতার ঃ সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি
৫। মোঃ জামান মোললা ঃ অভিভাবক সদস্য
৬। মোঃ মোসত্মফা হোসেন চৌধুরী ঃ অভিভাবক সদস্য
৭। মোঃ শাহাদৎ হোসেন ঃ অভিভাবক সদস্য
৮। মোঃ মনজুরুল আলম ঃ অভিভাবক সদস্য
৯। বদরুন লায়লা ঃ সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য
১০। আলহাজ্ব মোঃনূরম্নল হুদা ঃ প্রতিষ্ঠাতা সদস্য
১১। মশিউর রহমান খান ঃ দাতা সদস্য
১২। আঃ রহমান মোললা ঃ কো-অপ্ট সদস্য
১৩। প্রধান শিক্ষক ঃ সদস্য সচিব
বিগত ৫ বছরের সমাপনী / পাবলিক পরীক্ষার ফলাফলঃ ২০০৯ - ৮১.৩৮%
২০১০ - ৮০.৫৬%
২০১১ - ৮৬.৪৩%
২০১২ - ৮১.৫৫%
২০১৩ - ৯৪.১৯%
বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় পাঠদান কার্যক্রম অব্যাহত । তাহা ছাড়া বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অধীন ড্রেস মেকিং এন্ড টেইলারিং এবং জেনারেল ইলেকট্রনিক্স ট্রেড চালু আছে।
জেলা পর্যায়ে ও থানা পর্যায়ে যথাক্রমে ১৯৯২ খ্রিস্টাব্দে ও ১৯৯৩ খ্রিস্টাব্দে শ্রেষ্ঠ বিদ্যালয় এবং ২০০২ খ্রিস্টাব্দে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসাবে সরকারী স্বীকৃতি লাভ করে। ২০১১ খ্রিস্টাব্দে বর্শা, নিক্ষেপে জাতীয় পর্যায়ে তৃতীয়। ২০১২ খ্রিস্টাব্দে বর্শা, গোলক ও চাকতি নিক্ষেপে পদ্ম অঞ্চলে চ্যাম্পিয়ন। ২০০৪ খ্রিস্টাব্দে ৭ম বাংলাদেশ ও ৪র্থ সার্ক জাম্বুরী-২০০৪ খ্রিস্টাব্দে গার্ল-ইন-স্কাউট দল সার্ক মান অর্জন করে। ২০০৭ খ্রিস্টাব্দে আসর্ত্মজাতিক জাম্বুরী (কনডেকা) - তে গার্ল-ইন-স্কাউট দল ৪র্থ স্থান অর্জন করে।
শতভাগ পাশ, ফলাফল A+,A,A-ও Bগ্রেডের মধ্যে রাখা এবং A+- এর সংখ্যা বৃদ্ধি করা।
রেলপথ ও সড়কপথে ঢাকা নারায়ণগঞ্জে যাতায়াত করা যায়। তাহা ছাড়া
Metaled Road Network - এর মধ্যে বিদ্যলয়টি অবস্থিত।
1) মোঃ মোয়াজ্জেম হোসেন- ১৯৯১খ্রিষ্টাব্দে অনুষ্ঠিত এস এস সি পরীক্ষায় মানবিক বিভাগ হতে সম্মিলিত মেধা তালিকায় ঢাকা বোর্ডে ৩য় স্থান অধিকার করেন।
2) ডাঃ আব্দুস সালামঃ সহকারী রেজিস্টার, সরকারী স্যার সলিমুলস্নাহ্ মেডিকেল কলেজ ও হাসপাতাল।
3) ডাঃ আব্দুর নূর সায়েম ঃ সহকারী রেজিস্টার, সরকারী ভিক্টোরিয়া হাসপাতাল , নারায়ণগঞ্জ।
4) ডাঃ শিল্পী হোসেন ঃ সহকারী রেজিস্টার, ফরিদপুর সরকারী হাসপাতাল।
5) ডাঃ মার্শিয়া রহমান মিতুঃ মেডিক্যাল অফিসার, কুমিলস্না মেডিক্যাল কলেজ ও হাসপাতাল।
6) ডাঃ হেলেনা মমতাজ রোমানাঃ মেডিক্যাল অফিসার, নারায়ণগঞ্জ সরকারী হাসপাতাল, নারায়ণগঞ্জ।
7) মোঃ সাইফুল ইসলাম চৌধুরী ঃ পরিচালক, নায়েম ।
8) মোঃ কাজী মহিউদ্দীন ঃ প্রকৌশলী।
9) মোঃ ফয়সাল আহম্মেদঃ ঐ।
১০) মোঃ হামিদুর রহমান আসিফ ঃ ঐ।
১১) মোঃ আসাদুজ্জামান সানীঃ ঐ ।
১২) মোঃ মুজাহিদুল আজিম রম্নমানঃ মেরিন ইঞ্জিনিয়ার।
১৩) মোঃ বেলায়েত হোসেনঃ প্রিন্সিপাল অফিসার ( আই . এফ. আই . সি)
১৪) মিসেস মাহফুজা আক্তারঃ প্রিন্সিপাল অফিসার , সোনালী ব্যাংক ,
ফরিদপুর শাখা।
১৫) ডাঃ মোঃ জহিরম্নল ইসলামঃ বি. সি. এস. (হেল্থ) চৌদ্দগ্রাম , কুমিলস্না।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস