বর্ণনাঃ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এর নয়ামাটি এলাকায় ২.১৫শতাংশ জমির উপর একটি তিনতলা ভবন, ৫টি কক্ষ
ইতিহাসঃ এই বিদ্যালয়টি ১৯৩৯সালে প্রতিষ্টিত হয়েছে। এই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও জায়গার মালিক ১। শ্রী বিপিন চন্দ্র গোপ, ২। শ্রী প্রেমা নন্দ গোপ ১৯/০৫/১৯৩৯সালে বিদ্যালয়ের নামে জমি দান করেনএবং রেজিষ্ট্রি করে দেন। পরবর্তীতে সরকারীকরণ হওয়ার পর বাংলাদেশ সরকারের নামে রেকর্ড করা হয়। ২০০০সালে পিইডিপি-২ এর আওতায় পুনঃনির্মাণ করে তিনতলা বিশিষ্ট ভবন তৈরী করা হয়।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এর নয়ামাটি এলাকায় ২.১৫শতাংশ জমির উপর একটি তিনতলা ভবন, ৫টি কক্ষ
ইতিহাসঃ এই বিদ্যালয়টি ১৯৩৯সালে প্রতিষ্টিত হয়েছে। এই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও জায়গার মালিক ১। শ্রী বিপিন চন্দ্র গোপ, ২। শ্রী প্রেমা নন্দ গোপ ১৯/০৫/১৯৩৯সালে বিদ্যালয়ের নামে জমি দান করেনএবং রেজিষ্ট্রি করে দেন। পরবর্তীতে সরকারীকরণ হওয়ার পর বাংলাদেশ সরকারের নামে রেকর্ড করা হয়। ২০০০সালে পিইডিপি-২ এর আওতায় পুনঃনির্মাণ করে তিনতলা বিশিষ্ট ভবন তৈরী করা হয়।
জমিদাতা না থাকায় ২০১৩-এর সরকারী নীতিমালা অনুযায়ী ১০ সদস্য বিশিষ্ট কমিটি নতুনভাবে গঠিত হয়েছে।
সাল | ২০০৮ | ২০০৯ | ২০১০ | ২০১১ | ২০১২ |
পাশের হার | ১০০% | ৭৬% | ৬০% | ১০০% | ৮৬% |
২০০৯সালে একজন টেলেন্টপুলে ও ২০১২সালে ১জন সাধারন গ্রেডে বৃত্তি পায়।
১০০%পাশ, এ+ বৃদ্ধি ও বৃত্তি প্রাপ্তের চেষ্টা।
সুগম ও সড়ক পথ।
১ম শ্রেণি-সাদিয়া আক্তার, ২য় শ্রেণি-মীম আক্তার, ৩য় শ্রেণি-রিয়া মনি, ৪র্থ শ্রেণি-অয়ন পোদ্দার, ৫ম শ্রেণি- সৌরভ চক্রবর্তী
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস