নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এর নয়ামাটি এলাকায় ২.১৫ শতাংশ জমির উপর তিনতলা ভবন, ৫টি কক্ষ।
এই বিদ্যালয়টি ১৯৩৯সালে প্রতিষ্টিত হয়েছে। এই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও জায়গার মালিক ১। শ্রী বিপিন চন্দ্র গোপ, ২। শ্রী প্রেমা নন্দ গোপ ১৯/০৫/১৯৩৯সালে বিদ্যালয়ের নামে জমি দান করেনএবং রেজিষ্ট্রি করে দেন। পরবর্তীতে সরকারীকরণ হওয়ার পর বাংলাদেশ সরকারের নামে রেকর্ড করা হয়। ২০০০সালে পিইডিপি-২ এর আওতায় পুনঃনির্মাণ করে তিনতলা বিশিষ্ট ভবন তৈরী করা হয়।
জমিদাতা না থাকায় ২০১৩-এর সরকারী নীতিমালা অনুযায়ী ১০ সদস্য বিশিষ্ট কমিটি নতুনভাবে গঠিত হয়েছে।
সাল | ২০০৮ | ২০০৯ | ২০১০ | ২০১১ | ২০১২ |
পাশের হার | ৯৫% | ৮২% | ৬২% | ১০০% | ১০০% |
২০০৮সালে সাধারন গ্রেডে ১জন। ২০০৯সালে একজন টেলেন্টপুলে ও ১জন সাধারন গ্রেডে বৃত্তি পায়। ২০১১সালে ২জন এ+ পায়।
শিক্ষার মানউন্নয়নে বাসত্মবমূখী পরিকল্পনা ও ৫ম শ্রেণিতে বৃত্তি ও এ+ এর সংখ্যা বাড়ানো ও প্রথম শ্রেণির ছাত্র-ছাত্রীদের মানউন্নয়নে এলাকার সকলের সাথে আলোচনা।
সুগম ও সড়ক পথ।
১ম শ্রেণি-অর্পিতা দাস, ২য় শ্রেণি-সোহানা আক্তার, ৩য় শ্রেণি-রওনক জাহান বিমেত্ম রশিদ, ৪র্থ শ্রেণি-সুমনা আক্তার, ৫ম শ্রেণি- আহনাফ হোসেন আদীব।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস