অত্র মাদ্রাসা টি নারায়ণগঞ্জ জেলার অন্তর্গত কুতুবপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের শাহী মহল্লায় অবস্থিত। প্রতিষ্ঠানটি অতি সুনামের সাথে উত্তোরোত্তর শিক্ষা বিস্তার লাভ করে আসছে।
আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ সূফী আবুল খায়ের মোহাম্মদ ওয়াজিহ্ উল্লাহ্ (রঃ) পীর সাহেব যাত্রাবাড়ী ও অত্র এলাকার সুযোগ্য ব্যক্তি মরহুম হাজী মোঃ ইউসুফ আলী সরকার, মরহুম আলহাজ্ব মৌলভী মোঃ সেকান্দর আলী গাজী, মরহুম মাওঃ মোঃ হাবিবুর রহমান সাহেবের উদ্দ্যেগে ও স্থানীয় দানশীল গন্যমান্য ব্যক্তিগনের প্রচেষ্টায় আধুনিক ও ধর্মীয় শিক্ষা বিস্তারের লক্ষ্যে সর্বপ্রথম ১৯৮১ইং সালে মক্তব ও হিফজুল কোরআন শিক্ষা চালু হয়। অত্র এলাকায় একাডেমীক ধর্মীয় অন্যকোন শিক্ষা প্রাতষ্ঠান না থাকায় ও আধুনিক এবং ধর্মীয় একাডেমীক শিক্ষার ব্যাপক চাহিদার প্রেক্ষিতে পর্যায়ক্রমে ইবতেদায়ী, দাখিল ও আলিম শ্রেণী খোলা হয়। মাদরাসাটি ১৯৯৪ইং সালে দাখিল শ্রেণী পর্যন্ত এমপিও ভূক্ত হয়। ২০০৩ইং সালে আলিম শ্রেণী খোলার অনুমতি ও ২০০৬ইং সালে উক্ত শ্রেণী একাডেমীক স্বীকৃতি প্রাপ্ত হয়। বর্তমানে উক্ত প্রতিষ্ঠানে ৭২৬ জন শিক্ষার্থী অধ্যয়নরত। মাদ্রাসাটির প্রতিষ্ঠাতা হলেন আলহাজ্ব হযরত মাওঃ আবুল খায়ের মোহাম্মদ ওয়াজিহ্ উল্লাহ্ (রাঃ)।
১। জনাব মোঃ ইউনুছ মিয়া - সভাপতি
২। অধ্যক্ষ অত্র মাদরাসা - সদস্য সচিব
৩। জনাব মোঃ সেলিম চৌধুরী - সদস্য
৪। জনাব মোঃ নূরুল হক জমাদ্দার - সদস্য
৫। জনাব মোঃ ইয়াছিন - সদস্য
৬। জনাব আব্দুল ওহাব - সদস্য
৭। জনাব মাওলানা মোঃ শামছুদ্দিন হাশেমী- সদস্য
৮। জনাব মাওলানা মোঃ মামুনুর রশীদ - সদস্য
৯। জনাব মুর্শিদা আক্তার - সদস্য
১০। জনাব মোঃ আব্দুর রশিদ - সদস্য
১১ জনাব ফজলুর রহমান - সদস্য
পরীক্ষার নাম | সাল | পরীক্ষার্থী সংখ্যা | উত্তীর্ণ সংখ্যা | ১ম বিভাগ | ২য় বিভাগ | ৩য় বিভাগ | ----- | ----- | ----- | ----- | পাশের হার % |
৫ম সমাপনী
| ২০১০ | ৭৪ | ৬৯ | ২৫ | ৩৭ | ০৭ | ----- | ----- | ----- | ----- | ৯৩% |
এ+ | এ | এ- | বি | সি | ডি | এফ | |||||
২০১১ | ৭৩ | ৭৩ | ০২ | ২৪ | ২৭ | ১০ | ১০ | ---- | ---- | ১০০% | |
২০১২ | ৬৫ | ৬৫ | ০১ | ৩১ | ০৮ | ১৫ | ০৮ | ০২ | ----- | ১০০% | |
জে.ডি.সি | ২০১০ | ৫৮ | ৫৬ | ০১ | ২০ | ১৩ | ১১ | ১১ | --- | ০২ | ৯৬% |
২০১১ | ৮১ | ৮১ | ---- | ২৬ | ২৫ | ১১ | ৯ | --- | ---- | ১০০% | |
২০১২ | ৭০ | ৬৯ | ০৩ | ৫২ | ১২ | ০২ | ---- | ----- | ০১ | ৯৮% | |
দাখিল | ২০০৯ | ৩১ | ৩১ | ১৩ | ১৭ | ০১ | --- | --- | --- | --- | ১০০% |
২০১০ | ৪৮ | ৪৮ | ২৬ | ২১ | ০১ | --- | --- | --- | --- | ১০০% | |
২০১১ | ৩৭ | ৩৬ | ১৮ | ১৫ | ০৩ | --- | --- | --- | --- | ৯৭% | |
২০১২ | ৪২ | ৪২ | ০৬ | ৩২ | ০৪ | --- | --- | --- | --- | ১০০% | |
২০১৩ | ৫১ | ৫১ | ০৬ | ৩৮ | ০৬ | ০১ | --- | --- | --- | ১০০% | |
আলিম | ২০০৯ | ১৭ | ১৭ | ০১ | ০৯ | ০৩ | ০১ | ০৩ | --- | --- | ১০০% |
২০১০ | ১৯ | ১৭ | ০১ | ০৫ | ০৫ | ০১ | ০৫ | --- | ০২ | ৮৯% | |
২০১১ | ১০ | ০৮ | --- | ০৩ | ০৪ | ০১ | --- | --- | ০২ | ৮০% | |
২০১২ | ২১ | ২০ | ০৩ | ০৯ | ০৩ | ০৩ | ০১ | ০১ | ০১ | ৯৬% | |
২০১৩ | ১৭ | ১৬ | --- | ১০ | ০৪ | ০১ | ০১ | --- | ০১ | ৯৬% |
অত্র মাদ্রাসাটি ১৯৮১ ইং সনে স্থাপিত হয়ে ১৯৮৭ ইং সনে দাখিল নবম শ্রেণী খোলার অনুমতিপেয়ে বর্তমানে আলিম শ্রেণী স্বীকৃতি প্রাপ্ত হয়। প্রতি বছর সন্তোষ জনক ভাবে ফলাফল অর্জন করে আসছে।
ক. ভৌত অবকাঠামো উন্নয়ন।
খ. আলিম শ্রেণীর এমপিও ভূক্তিকরণ।
গ. শিক্ষার মানোন্নয়ন।
ঘ. আলিম শ্রেণীতে প্রযুক্তি নির্ভর বিজ্ঞান বিভাগ চালুকরণ।
ঙ. লাইব্রেরীর বইয়ের সংখ্যা আরো বৃদ্ধিকরন।
নারায়ণগঞ্জ সদর উপজেলা থেকে প্রায় ৭ কিঃ মিঃ উত্তরে অত্র মাদরাসাটি কুতুবপুর ইউনিয়নের শাহী মহল্লায় অবস্থিত। উক্ত মাদরাসার যোগাযোগ ব্যবস্থা মটর জান রেল পথ ও রিক্রা যোগে যাতায়াত করা যায়।
ক্রঃ নং | নাম | শ্রেণী | সন |
০১ | মার্জিয়া আক্তার | ৮ম | ২০০৮ |
০২ | মোঃ শাহ আলম | ৮ম | ২০১০ |
০৩ | হেলেনা আক্তার | ৮ম | ২০১০ |
০৪ | আসমা আক্তার | ৮ম | ২০১০ |
০৫ | রায়হানা আক্তার | আলিম | ২০১০ |
০৬ | মাহমুদুর রহমান | ৮ম | ২০১২ |
০৭ | মোঃ তানবির | ৮ম | ২০১২ |
০৮ | মোঃ নাজমুল | ৮ম | ২০১২ |
০৯ | আছমা আক্তার | ৮ম | ২০১২ |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস