Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

পূর্ববর্তী মামলার রায়

মামলা নং ও তারিখ

শুনানী তারিখ

বিবরণ

রায়/সিদ্ধান্ত

মামলা নং- ০৭/১৪

তারিখঃ ১২/০৫/২০১৪ইং

২৮/০৫/২০১৩ইং

বাদী-মোঃ আরিফুল ইসলাম, পিতা- মৃত নওয়াব আলী, গ্রাম- শাহীমহল্লা, কুতুবপুর, ফতুল্লা, নারায়ণগঞ্জ।

বিবাদী- মোঃ শরিফুল ইসলাম, পিতা- মৃত নওয়াব আলী, গ্রাম- শাহীমহল্লা, কুতুবপুর, ফতুল্লা, নারায়ণগঞ্জ।

পৈত্রিক সম্পত্তির আপোষ বন্টনক্রমে উভয়ের ভোগ দখলের ক্ষেত্রে সীমানা ও চলাচলের রাস্তা সংক্রান্ত সমস্যা দেখা দেওয়ায় বাদী অত্র গ্রাম আদালতে সুবিচারের জন্য আবেদন করেন।

বাদী-বিবাদী উভয়ের বক্তব্য ও স্থানীয় ব্যক্তিবর্গের স্বাক্ষীর মাধ্যমে জানা যায়, বিবাদীর সম্পত্তি রাস্তা সংলগ্ন থাকায় বাদীকে তাহার সম্পত্তি দিয়ে যাতায়াতে বাধা সৃষ্টি করে। পরবর্তীতে গ্রাম আদালতের রায়ের মাধ্যমে বাদীর সম্পত্তি হইতে ৩ ফুট ও বিবাদীর সম্পত্তি হইত ৩ ফুট, সর্বমোট ৬ ফুট প্রস্তা রাস্তা হবে, যা দিয়ে বাদী বিবাদী উভয়ে চলাচল করবে।