নারায়ণগঞ্জ জেলার সদর উপজেলাধীন কুতুবপুর ইউনিয়ন পরিষদটির উপর দিয়ে ২টি মহাসড়ক রয়েছে। একটি ঢাকা-নারায়ণগঞ্জ প্রধান সড়ক এবং অপরটি ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড বয়ে গেছে। ফলে ঢাকা অথবা নারায়ণগঞ্জ শহর থেকে বাস, সিএনজি, অটোরিক্সা সহ সড়ক পথে খুব সহজেই আসা যায়। তাছাড়া অত্র ইউনিয়নটি বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত হওয়ায় নদীপথেও খুব সহজে অত্র ইউনিয়নে যাতায়াত করা যায়। এছাড়া নারায়ণগঞ্জ থেকে ঢাকা কমলাপুর হয়ে জয়দেবপুর পর্যন্ত যে রেল রাস্তাটি রয়েছে তা’ও অত্র কুতুবপুর ইউনিয়নের বুক চিরে প্রবাহিত হওয়ায় বাংলাদেশের যে কোন প্রান্ত থেকে রেল পথেও কুতুবপুর ইউনিয়নে খুব সহজেই আসা যায়। সব মিলিয়ে অত্র কুতুবপুর ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থা খুবই সহজ, স্বল্প ব্যয়ী এবং স্বাচ্ছন্দকর।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস