Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

একটি বাড়ি একটি খামার

একটি বাড়ি একটি খামার প্রকল্প পটভূমি:

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গঠিত সরকার কর্তৃক “ষোষিত দিন বদলের সনদ” বাস্তবায়নের লক্ষে সরকারের অগ্রাধিকারভুক্ত নির্বাচনী অঙ্গীকারের মধ্যে দারিদ্র বিমোচন অন্যতম৷ নির্বাচনী ইসতেহার এবং  এই প্রকল্প ২০২১ অনুযায়ী ২০১২ সালের মধ্যে দেশকে খাদ্যে স্বয়ংসম্পন্ন করার লক্ষে ফসল উৎপাদন বৃদ্ধি এবং ২০১৫ সালের মধ্যে দারিদ্রের হার অর্ধকে নামিয়ে আনাসহ “ডিজিটাল বাংলাদেশ”  গড়ার লক্ষ্যে সরকার দৃঢ়  প্রতিজ্ঞ৷ এ অঙ্গীকারের আলোকে বর্তমান সরকার স্থানীয় সম্পদ, সময় ও মানবশক্তিকে সর্বোত্তম ব্যবহার তথা জীবিকায়নের মাধ্যমে প্রতিটি বাড়ীকে অর্থনৈতিক কর্মকান্ডের কেন্দ্র বিন্দুতে পরিনত করতে বদ্ধ পরিকর। সে লক্ষ্যে প্রাথমিকভাবে দেশের প্রতিটি গ্রামে ৬০-১০০জন সদস্য সমন্বয়ে গঠিত গ্রাম সংগঠনকে একটি স্বতন্ত্র অর্থনৈতিক ইউনিট হিসাবে গড়ে তোলার লক্ষ্যে ‘‘একটি বাড়ি একটি খামার” প্রকল্পটির উদ্যোগ নেওয়া হয়েছে৷এজন্য প্রকল্পের আওতাধীন সকল সুফল ভোগীদের অংশগ্ররহণের মাধ্যমে “উঠান বৈঠক”কে  প্রকল্প বাস্তবায়ন তথা তাদের জীবন ব্যবস্থা নির্বাহের নিমিত্ত সিদ্ধান্ত গ্রহণের কেন্দ্র বিন্দুতে পরিরত করার উদ্যোগ নেওয়া হয়েছে৷

এরিই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জ জেলায় নারায়ণগঞ্জ সদরের বিভিন্ন ইউনিয়নের অনেক দরিদ্র গ্রামীন প্ররিশ্রমী মানুষের বসবাস৷পরিশ্রমী এসব মানুষের মাধ্যমে উর্বর জমি ব্যবহারের মাধ্যমে যথাযথ উৎপাদন এবং সংরক্ষণের নিশ্চয়তা প্রদানের জন্য এবং প্রতিটি বাড়ীকে খামারে রূপান্তরের জন্য প্রয়োজন গ্রাম সংগঠন, প্রয়োজন গ্রামের মানুষের চাহিদা  অনুযায়ী প্রশিক্ষণ প্রদান এবং সম্পদ তথা পুজি সরবরাহের ব্যবস্থা গ্রহণ৷সঞ্চয় বৃদ্ধি এবং স্থানীয় সরকার ব্যবস্থায়  জন সাধারনের অংশ গ্রহণ বৃদ্ধি এবং তার ক্রমান্বয়ে টেকসই করারব যবস্থা গ্রহণ৷ উৎপাদনের বিভিন্নমুখী কার্যক্রম গ্রহণের পাশাপাশি বিপণন ব্যবস্থা, উৎপাদিত পন্য সংরক্ষণ ও মজুদকরণ সহ সার্বিক ব্যবস্থাপনা মাঠ পর্যায়ে সৃষ্টি ও তা টেকসই করার প্রয়াসেই “একটি বাড়ি একটি খামার” প্রকল্প গ্রহণ করা হয়েছে৷

প্রকল্পসারসংক্ষেপ:

প্রকল্পেরনাম

:

একটি বাড়ি একটি খামার৷

উদ্যোগী মন্ত্রণালয় / বিভাগ

:

স্থানীয় সারকার, পল্লী উন্নয়ণ ও সমবায় মন্ত্রণালয়৷

বাস্তবায়নীয় সংস্থা

:

পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ৷

সহযোগী সংস্থা

:

জেলা প্রশাসক( প্রধান সমন্বয় কারী)৷

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (লিডএজেন্সি)

সমবায় অধিদপ্তর্‌

জাতি গঠন বিভাগ সুমহ৷

কর্ম সূচীর মেয়াদ:

জুলাই ২০০৯ হতে’ ২০১৩ পর্যন্ত সরকারী অর্থায়নে বাস্তবায়িত হবে। জুলাই ২০১৩ থেকে জুন/২০১৬পর্যন্ত প্রকল্পের দ্বিতীয় পর্যায় গ্রহণ ও বাস্তবায়ন শেষে বিআরডিবির ব্যবস্থাধীনে অথবা একটি স্বতন্ত্রপল্লী উন্নয়ন কর্মসূচী হিসাবে বাস্তবায়ন অব্যাহত থাকবে।

লক্ষ্য:

 “একটি বাড়ি একটি খামার” প্রকল্পের মূল লক্ষ্য প্রতিটি পরিবারকে মানব ও অর্থনৈতিক সম্পদের সর্বত্তোম ব্যবহারের মাধ্যমে টেকসই আর্থিক কার্যক্রমের একক হিসেবে গড়েতোলার মধ্য দিয়ে ২০১৫ সালের মধ্যে দারিদ্র ৪০% থেকে ২০%- এ নামিয়ে আনা৷

নারায়ণগঞ্জ সদর উপজেলার একটি বাড়ি একটি খামার প্রকল্পের কার্যক্রম:

* কর্মকর্তা (১জন) ও কর্মচারী (৩জন)

প্রকল্পভুক্ত ইউনিয়ন সংখ্যা: ৪ টি

* সমিতির সংখ্যা: ৩৬ টি

সমিতির মোট সদস্য সংখ্যা: ২১৬০জন। এর মধ্যে মহিলা সদস্য ১৪৪০ জন এবং পুরুষ সদস্য ৭২০জন।

* ৩৬ টি সমিতির মোট সঞ্চয় জমা: ৯২,১৬,০০০/-

* ২০১২-১৩ অর্থ বছরে সঞ্চয় জমা: ৫১,৮৪,০০০/-। যা সঞ্চয় জমার লক্ষ্য মাত্রার ১০০% অর্জনকরেছে।

* ৩৬ টি সমিতিতে সরকার কর্তৃক প্রাপ্ত কল্যান অনুদান মোট = ৯২,১৬,০০০/-।

৩৬ টি সমিতিতে সরকার কর্তৃক প্রাপ্ত প্রশিক্ষণোত্তর সহায়তা মোট=  ১,০৯,৩৬,০০০/-

২০১৩সালে  জুনের পূর্বে শতভাগ (৫১ লাখ ৮৪ হাজার টাকা) সঞ্চয় জমা হওয়ায় জেলা প্রশাসক, নারায়ণগঞ্জ ও প্রকল্প পরিচালক (যুগ্ম-সচিব) মহোদেয়ের স্বাক্ষরিত ডি.ও. লেটার ১৩//২০১৩ তারিখের আধাসরকারী পত্র নং-৭২০নং স্মারকে নারয়ণগঞ্জ সদর উপজেলায় একটি বাড়ি একটি খামার প্রকল্পে শতভাগ সঞ্চয় জমা হওয়ায় প্রথম স্থান অধিকারের কৃর্তিত্ব লাভ করায পত্রে উল্লেখ করে প্রকল্পের সংশ্লিষ্ট সকল কর্ম কর্তা ও কর্মচারীকে ধন্যবাদ জানিয়েছেন। 

                                            

* মোবাইল ব্যাংকিং কার্যক্রমে সহযোগী ব্যাংক: ব্যাংকএশিয়া

 

 

                                               

“দিন বদলের স্বপ্ন আমার 

  একটি বাড়ি একটি খামার”