Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে কুতুবপুর ইউনিয়ন

নারায়ণগঞ্জ জেলার সদর উপজেলাধীন কুতুবপুর ইউনিয়ন পরিষদ অত্র জেলার সদর উপজেলার একটি গুরুত্বপূর্ণ ইউনিয়ন পরিষদ।শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান পালন, খেলাধূলা সবকিছু মিলিয়ে বুড়িগঙ্গা নদীর তীর ঘেষে অত্র ইউনিয়নটি নারায়ণগঞ্জ জেলায় কালের স্বাক্ষী হিসাবে দাড়িয়ে আছে।অত্র ইউনিয়নে সরকারী-বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান তথা প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ডিগ্রী কলেজ, মাদ্রাসা, কিন্ডার গার্টেন এবং মসজিদ, মন্দির, গীর্জা, খেলার মাঠ,বৈদ্যুতিক পাওয়ার হাউস, নৌ-বাহিনী ঘাটি, সেনাক্যাম্প,সরকারী-বেসরকারী অফিস,পার্ক, আন্তর্জাতিক মানের ষ্টেডিয়াম (খান সাহেব ওসমান আলী ষ্টেডিয়াম) সহ বিভিন্ন দর্শনীয় স্থান রয়েছে।সবকিছু মিলিয়ে অত্র ইউনিয়নটি একটি আদর্শ ইউনিয়ন হিসাবে পরিচিতি লাভ করেছে।

১।নামঃ ৩নং কুতুবপুর ইউনিয়ন পরিষদ।

২।নির্বাচিত বর্তমান চেয়াম্যানের নামঃ হাজী মোঃ মনিরুল আলম সেন্টু।

৩।আয়তনঃ ৩৬৪৭ একর

৪।লোকসংখ্যাঃ ২,৫৯,২৬২ জন। পুরুষ ১,৩৬,৩৪২ জন, মহিলা ১,২২,৯২০ জন।

৫।গ্রামের সংখ্যাঃ ২৯টি।

৬।মৌজার সংখ্যাঃ ০৮টি (ভূইগড়, দেউলপাড়া, পাগলা, ধোপাতিতা, পিলকুনি, আলীগঞ্জ, কুতুবপুর, শিয়াচর)

৭।হাট-বাজারঃ ১৮টি

৮।উপজেলা থেকে দূরত্ব ও যোগাযোগ ব্যবস্থাঃ নারায়ণগঞ্জ সদর উপজেলা থেকে মাত্র ৫ কিলোমিটার দূরত্বে অবস্থিত।রিক্সা, অটোরিক্সা, সিএনজি এবং অটোবাইকের মাধ্যমে খুব সহজেই যাতায়াত করা যায়।

৯।শিক্ষার হারঃ ৬৫ ভাগ (২০০১ সালের আদমশুমারী অনুযায়ী)।

১০।সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যাঃ ০৯টি।

১১।বে-সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যাঃ ০৪টি।

১২।মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যাঃ ০৫টি

১৩।ডিগ্রী কলেজঃ ১টি, হাজী মিসির আলী ডিগ্রী কলেজ, দেলপাড়া।

১৪।মাদ্রাসার সংখ্যাঃ উচ্চ মাধ্যমিক ও ডিগ্রী সমমানের ২টি এবং সাধারণ মাদ্রাসা ১৮টি, মোট ২০টি

১৫। কিন্ডার গার্টেনের সংখ্যাঃ ৩৩টি।

১৬।ঐতিহাসিক পর্যটন স্থানঃ ২টি।

১৭।গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থানঃ ৪টি।

১৮। রেলওয়ে ষ্টেশনঃ ০১টি।

১৯। সিনেমা হলঃ ০২টি।

২০।ইউনিয়ন পরিষদ ভবন নির্মানঃ

১৯।ইউনিয়ন পরিষদের নতুন ভবন নির্মানঃ ২০১০ইং।

২০।নবগঠিত পরিষদের বিবরণঃ

(ক) শপথ গ্রহণের তারিখঃ ২৪/০৭/২০১১

(খ) প্রথম সভার তারিখঃ ২৪/০৭/২০১১

(গ) মেয়াদ উত্তীর্ণঃ

 

২১।গ্রাম সমূহের নামঃ মামুদপুর, রঘুনাথপুর, গিরিধারা, শান্তিধারা, তুষারধারা, ভূইগড়, দেউলপাড়া, ওয়ায়েজকরনী আদর্শনগর, নূরবাগ, কুসুমবাগ, মুসলিমপাড়া, শাহীমহল্লা, নিশ্চিন্তপুর, দৌলতপুর, শহীদনগর, মুন্সীবাগ, পাগলা পূর্বপাড়া, পাগলা নয়ামাটি, পাগলা পশ্চিমপাড়া, দক্ষিণ নয়ামাটি, রসুলপুর, কামালপুর, ধোপাতিতা, আলীগঞ্জ, নন্দলালপুর, পিলকুনি, রামারবাগ, লামাপাড়া, কুতুবপুর, নয়ামাটি।

২২।ইউনিয়ন পরিষদের জনবলঃ

নির্বাচিত চেয়ারম্যানঃ ০১ জন।

ইউনিয়ন পরিষদ সচিবঃ ০১ জন।

নির্বাচিত সদস্য (পুরুষ)- ০৯ জন।

নির্বাচিত সংরক্ষিত আসনের সদস্য (মহিলা)- ০৩ জন।

কর আদায়কারী- ০১ জন।

অফিস সহকারী- ০১ জন।

ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্রের উদ্যোক্তাঃ ০২ জন (অতিরিক্ত ০২ জন রয়েছে)

ইউনিয়ন গ্রাম পুলিশ- ০৮ জন।(১টি শূন্য পদে নিয়োগ প্রক্রিয়াধীন রয়েছে)